খুলনা জেলার দাকোপ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন "সোনার বাংলা অক্সিজেন ব্যাংক" করোনা সংকট মোকাবেলায় অগ্রনী ভুমিকা পালন করে চলেছে।
সুন্দরবন সংলগ্ন জনগোষ্ঠীর করোনা সংকট মোকাবেলায় দাকোপ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ যুবরাজের নেতৃত্বে শুরু হওয়া এই সংগঠনটি বেশ সুনাম কুড়িয়েছে। সুন্দরবন সংলগ্ন ইউনিয়নগুলো উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হওয়ায় মুমুর্ষ রোগীদের প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে থাকে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। তাছাড়া এলাকার হাট বাজার গুলোতে ফ্রি মাস্ক বিতরন, সচেতনতা মূলক প্রচারনা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং, অসচ্ছল পরিবার ও ছিন্নমূল রোগীদের ক্ষেত্রে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান সহ জনগনকে করোনা টিকা গ্রহনে উদ্বুদ্ধ করতে সংগঠনটি বিশেষ ভুমিকা রাখছে। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত এলাকার গ্রামগুলোতে করোনা টিকা গ্রহনের রেজিষ্ট্রেশন ও রেজিঃ কার্ড প্রিন্ট করে দিচ্ছে বিনামূল্যে। সংগঠন এর সদস্য সচিব চন্দন ঢালীর সাথে কথা হলে তিনি বলেন আমরা এই পর্যন্ত আনুঃ তিন হাজারের বেশি ফ্রি রেজিষ্ট্রেশন সহ কার্ড বিতরন করেছি। যতদিন করোনাভাইরাস থাকবে ততোদিন আমাদের সকল সেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে। আসুন আমরা সকলে মাক্স পরি এবং সরকারি বিধিনিষেধ মেনে চলি। সমগ্র বাংলাদেশের উপজেলা গুলোর মধ্যে করোনা টিকা গ্রহনের হার দাকোপ উপজেলাতে সব থেকে বেশি।মানুষের সেবায় কাজ করছে দাকোপের সোনার বাংলা অক্সিজেন ব্যাংক।
পাপ্পু সাহা, দাকোপ, খুলনা:
Post a Comment