শোক দিবস উপলক্ষে বাজুয়া এস ডি এফ ক্লাষ্টার কতৃক বৃক্ষরোপন।

 


নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা জেলাধীন দাকোপ উপজেলায় ১৫ ই আগষ্ট স্বাধীন বাংলাদেশের  মহান স্থপতি  জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বাষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে "সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ ) ৪নং বাজুয়া ক্লাস্টার অফিসের সহযোগীতায় বাজুয়া ও দাকোপ ইউনিয়নের বিভিন্ন গ্রাম সমিতি পর্যায়ে বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়। 

বেড়েরখাল ও কাকড়াবুনিয়া  গ্রামসমিতি কতৃক বৃক্ষ রোপন ককর্মসূচীতে উপস্থিত ছিলেন এসডিএফ বাজুয়া  অফিসের কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন, মোঃ আমীর আলী,   গ্রাম সমিতির সভাপতি কল্পনা রায়, সঞ্চিতা রায় এনজেসিএস নেতা তৃপ্তি রপ্তান, বনানী রায় প্রমুখ ।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain