পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হলে ৩১নং পোল্ডার প্লাবিত হওয়ার আশংকা করা হচ্ছে।
রবিবার দিবাগত রাতের জোয়ারে পানখালী ইউনিয়নের লক্ষীখোলা পীচের মাথা এলাকায় মাঙ্গা নদী তীরের ওয়াপদা বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। মূহুর্তের মধ্যে মূল বাঁধের প্রায় ২০০ ফুট এলাকার ৯০ শতাংশ ভেঙে মাঙ্গা নদীর অংশ হয়ে যায়।
সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। তিনি ১ টন চাল বরাদ্দের মাধ্যমে তাৎক্ষনিক পরিস্থিতি মোকাবেলায় ভেঙে যাওয়া বাঁধের পিছন দিয়ে বিকল্প রিং বাঁধ নির্মানের উদ্যোগ নেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের সহ অন্যান্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাঙনের ভয়াবহতায় এলাকাবাসী আতংকিত। পানি উন্নয়ন বোর্ড যে কোন ভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে সমগ্র ৩১ নং পোল্ডার প্লাবিত হওয়ার আশংকা করা হচ্ছে। চলমান আমন মৌসুমে ব্যাপক ক্ষতির আশংকায় ভেঙে যাওয়া বাঁধ নির্মানে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Post a Comment