দাকোপে সুষ্ঠ ও নিরপক্ষ ভাবে ভোট গ্রহন অনুুষ্ঠিত, প্রশাসন ছিলো দিনভর কঠোর অবস্থানে।


 সৌরভ মন্ডল:

দাকোপে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক । বেসরকারী ফলাফলে ৬ ইউপিতে নৌকা এবং স্বতন্ত্র হিসাবে ২ প্রার্থী বিজয়ী হয়েছে। 

২০ সেপ্টেম্বর সোমবার খুলনার দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্র উপস্থিত হয়ে স্বতস্ফুর্তভাবে তাদের ভোট প্রদান করেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশী। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার নির্বাচনী ফলাফল ঘোষনার কন্ট্রোল রুমে বিভিন্ন ইউনিয়ন থেকে ফলাফল জমা হচ্ছিল। যে কারনে সরকারীভাবে প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত কোন ফলাফল পাওয়া যায়নি। তবে প্রতিটি কেন্দ্রের এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত ফলাফলে উপজেলার ১ নং পানখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ সাব্বির আহম্মেদ (আনারস), ২ নং দাকোপে বিনয় কৃষ্ণ রায় (নৌকা), ৪ নং কৈলাশগঞ্জে মিহির মন্ডল  নৌকা), ৫ নং সুতারখালী মাসুম আলী ফকির (নৌকা), ৬ নং কামারখোলায় পঞ্চানন মন্ডল  (নৌকা), ৭ নং তিলডাঙ্গায় জালাল উদ্দিন গাজী (আনারস), ৮ নং বাজুয়ায় মানস মুকুল রায়  (নৌকা) এবং ৯ নং বানীশান্তা ইউনিয়নে সুদেব কুমার রায়  (নৌকা) প্রতিকের প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন। এ ছাড়া ৩ নং লাউডোব ইউনিয়নে নৌকা প্রতিকের শেখ যুবরাজ আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচীত হয়েছেন।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain