বাজুয়া ৫নং ওয়ার্ডের সদস্য ভোট পুনঃ গননার দাবি করেছেন প্রার্থী।

 

নিজস্ব প্রতিবেদক:

দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ ৫ নং ওয়ার্ড সদস্য পদে ভোটারদের প্রদত্ত ভোট পূর্ন গননার আবেদন করেছেন ভ্যান প্রতিকের প্রার্থী পার্থ সাহা।

নিশ্চিত বিশ্বাস ভোট পুনঃগণনা হইলে আমার বিজয় সুনিশ্চিত উল্লেখ করে গত ২০ শে সেপ্টেম্বর রাতে পার্থ সাহা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেনের নিকট ভোট পুনঃ গননার জন্য লিখিত আবেদন করেন।

পার্থ সাহার সাথে আলাপকালে বাজুয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী পার্থ সাহা বলেন, গত ২০ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং বাজুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভ্যানগাড়ী প্রতীক নিয়ে আমি প্রতিদ্বন্দীতা করিয়াছি। 

উক্ত নির্বাচনে আমার প্রাপ্ত ভোট এবং আমার প্রতিদ্বন্দী প্রার্থীর প্রাপ্ত ভোট গণনায় ত্রুটি পরিলক্ষিত হলে এক পর্যায়ে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট (৪০১/৪০১) সমান হওয়ায় দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার পুনরায় উক্ত ওয়ার্ডে নির্বাচন হবে বলে উপস্থিত সদস্য পদপ্রার্থীদের সম্মূর্খে ঘোষনা দেন।

 আমি আমার ওয়ার্ডের ভোটারদের নিয়ে উক্ত ভোট কেন্দ্রে উপস্থিত থাকাকালীন মুহূর্তেই বদলে যায় দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারের কিছু সময় পূর্বে দেওয়া ঘোষণা।মুহূর্তেই আমার প্রতিদ্বন্দী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার।ঘোষণা শুনে হতভম্ব হয়ে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিকট পূর্বের দেওয়া ঘোষণা পরিবর্তনের কারন জানতে চাইলে রিটার্নিং অফিসারের সাথে কথা বলার পরামর্শ দিয়ে দ্রুত কেন্দ্র ত্যাগ করেন।

নির্বাচন পরিচালনার বিধিমালা পরিপন্থী এবং পক্ষপাত উল্লেখ করে পার্থ সাহা সুষ্ঠু ও নিরপেক্ষ ফলাফল প্রকাশের জন্য বাজুয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের ভোটারদের প্রদত্ত প্রাপ্ত ভোট পুনঃরায় গণনার আহবান জানান।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain