দাকোপ থানা পুলিশের অভিযানে সুন্দরবনে দুই জিম্মি জেলে উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক:
দাকোপ থানা পুলিশের অভিযানে সুন্দরবনে মাছ ধরা অবস্থায় জিম্মি হওয়া দুই জন জেলেকে উদ্ধার করা হয়েছে।

দাকোপ থানা সূত্রে জানাযায়, পশ্চিম সুন্দরবন রেঞ্জ ঢাংমারি ফরেষ্ট অফিসের আওতাধীন জয়মনি ঘোলের খাল এলাকায় কালাবগী গ্রামের সুশান্ত মন্ডলের পুত্র আবুল মন্ডল (২৫) ও একই এলাকার জামাল সরদারের পুত্র তৈয়েবুর সরদার (২৩) বৈধ পাশ পামিট নিয়ে সম্প্রতি সুন্দরবনে মাছ ধরতে যায়। মাছ ধরা অবস্থায় কে বা কারা মুক্তিপনের দাবিতে জিম্মি করে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব রহমানের নির্দ্দেশে দাকোপ থানা পুলিশের ইন চার্জ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই, আবু সায়েম, এসআই শরিফ উদ্দিন ও সংগীয় পুলিশ ফোর্স সহ দুই দিনব্যাপী সুন্দরবনে অভিযান চালায়। পরবর্তিতে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে সুন্দরবনের ভিতর জয়মনি ঘোলের খাল থেকে জিম্মিকৃত ওই দুই জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। থানা পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মুক্তিপন দাবীকৃতরা পালাতে সক্ষম হয়। উদ্ধার করা দুই জেলেদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তার করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।


 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain