বটিয়াঘাটা - পাইকগাছা সড়কের রায়পুর নামকস্থানের কালভার্ট ভেঙ্গে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন।

নিজস্ব প্রতিবেদক:

খুলনার বটিয়াঘাটা টু পাইকগাছা সড়কের রায়পুর নামকস্থানের কালভার্ট ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কালভার্ট ভেঙ্গে পড়ায় সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে খুলনার বটিয়াঘাটা-পাইকগাছা ফুলবাড়ী,দারুণমল্লিক সড়কে চলাচল ব্যবস্থা। গত শনিবার একটি সার ভর্তি ট্রাক খুলনা বটিয়াঘাটা সড়ক দিয়ে পাইকগাছার দারুনমল্লিক,ফুলবাড়ি এলাকায় যাওয়ার সময় রায়পুর নামকস্থানে ট্রাকের চাপে কালভার্টটি ভেঙে পড়ে। এতে আহত হয় ট্রাক ড্রাইভার সহ পাশে থাকা বেশ কিছু যাত্রী। ৩/৪দিন অতিবাহিত হলেও কালভার্ট সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধি ও জনপ্রশাসন কর্তৃপক্ষ। কালভার্টটি ভেঙ্গে পড়ায় বর্তমান বটিয়াঘাটা থেকে পাইকগাছা প্রত্যন্ত অঞ্চলের গাড়ি চলাচল করতে চরম ব্যাহত হচ্ছে। বিভিন্ন পণ্যবাহী ট্রাক পিকআপ সহ যাবতীয় ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বারোআড়িয়া ভদ্রানদীর পাশে অবস্থিত এই কালভার্টটি। জরুরী ভিত্তিতে মেরামত না করলে জোয়ারের পানিতে তলিয়ে যাবে পার্শ্ববর্তী আশ্রয় প্রকল্প ২২টি পরিবার। ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে শতশত বিঘা ফসলি জমি ও লীজঘের। প্রতিদিন এই সড়ক দিয়ে শতশত গাড়ি ও পথচারী চলাচল করে থাকে। বর্তমান স্থানীয় জনগন স্বেচ্ছাশ্রম হিসেবে কালভার্টের পাশেই ভেড়িবাধের কাজ করছে। এব্যাপারে স্থানীয় পাইকগাছার ৪নং দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন,এবিষয় খুলনা জেলা প্রশাসক, ৬ আসনের সংসাদ সদস্য মোঃ আলহাজ্ব আক্তারুজ্জাম বাবু, বটিয়াঘাটা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে জানিয়েছি। তারা জরুরি ভিত্তিতে কালভার্ট নির্মাণের কাজ করবেন বলে জানিয়েছেন।

 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain