"দাকোপে ধর্ষন মামলার তথ্য সংগ্রহ কালে সাংবাদিক লাঞ্ছিত"

নিজস্ব প্রতিবেদক:

দাকোপে ধর্ষন মামলার তথ্য সংগ্রহ কালে জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার দাকোপ প্রতিনিধি মহিউদ্দিন খান আবেদকে লাঞ্ছিত করেন নাবালিকা ধর্ষন মামলার প্রধান আসামী ছাব্বির গাজীর ফুফা ফিরোজ আলী খাঁ,,ধর্ষনকারীর পিতা জয়নাল গাজী ও মামাতো ভাই আসলাম খা। 

এব্যপারে মহিউদ্দিন খান আবেদ গত ১০ ই অক্টোবর দাকোপ থানায় সাধারণ ডাইরি অন্তর্ভুক্ত করেন। ডাইরি নং- ৩৮২ তাং- ১০.১০.২১ ইং।

জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার দাকোপ প্রতিনিধি মহিউদ্দিন খান আবেদের করা সাধারণ ডাইরি থেকে জানা যায়,,গত ৯ ই অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭.৩০ ঘটিকার সময় বানিশান্তা বাজারস্থ রুবেলের মোবাইল ফ্লাক্সি লোডের দোকানের সামনে নাবালিকা কন্যা ধর্ষন মামলার তথ্য সংগ্রহ কালে উক্ত বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ সহ ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। হুমকির কারন জিজ্ঞেস করলে বিবাদীরা মারপিট করতে উদ্যত হয়। 

ধর্ষন মামলার তথ্য সংগ্রহ কালে সাংবাদিক লাঞ্ছিত ঘটনার তিব্র নিন্দা জানান দাকোপের সাংবাদিক সমাজ।

 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain