সারা দেশে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দাকোপে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ সাদিকুর রহমান খান। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা অধ্যক্ষ অজিহুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত বরন সাহা, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান এৗক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, ইস্কন নেতা সুব্রত কুমার, ইমাম পরিষদ নেতা মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ ইকবল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, শেখ আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় যে কোন মূল্যে দাকোপের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক দৃষ্টি রেখে উস্কানী মূলক কোন তথ্য প্রচার না করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা তুলে ধরা হয়।
Post a Comment