নিজস্ব প্রতিবেদকঃ
দাকোপের তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৩৬০ কেজি সরকারী চাউল চুরির অপরাধে দুই জনকে আটক করেছে থানাপুলিশ। আটক কৃতরা হলেন কামিনিবাসিয়া এলাকার অধির মন্ডলের পুত্র বিভাষ মন্ডল ও সত্যপির এলাকার সরোজিত সানার পুত্র আশুতোষ সানা।
থানা পুলিশ সুত্রে জানাযায়, দক্ষিণ কামিনীবাসিয়া পুলিশ ক্যাম্পের এসআই মোঃ ফারুক হোসাইন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে আসামি ১. বিভাষ মন্ডল(৩৫),পিতা-অধীর মন্ডল, সাং-কামিনীবাসিয়া, ২. আশুতোষ সানা(৪৪), পিতা-সরোজিত সানা, সাং-সত্যপীর,উভয় থানা- দাকোপ, জেলা –খুলনাদ্বয়কে সরকারি চাল চুরি করে নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করেন।
এসআই ফারুক হোসাইন উল্লেখিত বিভাষ ও আশুতোষ এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে আসামিদের বিরুদ্ধে দাকোপ থানার মামলা নং-১৩, তারিখ-২৬/১০/২০২১ খ্রিঃ, ধারা-৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয়। আজ ২৭/১০/২০২১ তারিখ আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Post a Comment