দাকোপে সরকারী চাউল চুরির অপরাধে দুই ব্যক্তি কারাগারে।

 

নিজস্ব প্রতিবেদকঃ

দাকোপের তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৩৬০ কেজি সরকারী চাউল চুরির অপরাধে দুই জনকে আটক করেছে থানাপুলিশ। আটক কৃতরা হলেন কামিনিবাসিয়া এলাকার অধির মন্ডলের পুত্র বিভাষ মন্ডল ও সত্যপির এলাকার সরোজিত সানার পুত্র আশুতোষ সানা।

থানা পুলিশ সুত্রে জানাযায়, দক্ষিণ কামিনীবাসিয়া পুলিশ ক্যাম্পের এসআই মোঃ ফারুক হোসাইন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে আসামি ১. বিভাষ মন্ডল(৩৫),পিতা-অধীর মন্ডল, সাং-কামিনীবাসিয়া, ২. আশুতোষ সানা(৪৪), পিতা-সরোজিত সানা, সাং-সত্যপীর,উভয় থানা- দাকোপ, জেলা –খুলনাদ্বয়কে সরকারি চাল চুরি করে নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করেন। 

এসআই ফারুক হোসাইন উল্লেখিত বিভাষ ও আশুতোষ এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে আসামিদের বিরুদ্ধে দাকোপ থানার মামলা নং-১৩, তারিখ-২৬/১০/২০২১ খ্রিঃ, ধারা-৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয়। আজ ২৭/১০/২০২১ তারিখ আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain