মা ইলিশ সংরক্ষিণ অভিযান উপলক্ষে দাকোপে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: - ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষিণ অভিযান ২০২১ উপলক্ষে দাকোপে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা  মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৫ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় চালনা পৌরসভার মাসুম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মিন্ট বিশ্বাস সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তর ঢাকার উপ-পরিচালনা মাসুদা খানন। 

সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সলতান। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় মৎস্য দপ্তরের উপ-পরিচালক মোঃ আবু সাইদ, ইউনিয়ন পর্যায়ে খুলনার উপ-পরিচালক লুকাস সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূইয়া। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেদেহী হাসান বুলবুল, কাউন্সিলর আমোদিনী রায়, রোস্তম আলী খান, আইয়ুব কাজী, আব্দুল বারিক শেখ, সুভংকর রায়, আব্দুস সাত্তার সরদার, উপজেলা মেরিন ও ফিসারি কর্মকর্তা বিপুল দাস, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, সাইফুল ইসলাম মোল্ল্যা প্রমুখ। 

৪ আক্টোবর থেকে ২৫ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম তাই জেলের যাতে মাছ আহরান. পরিবহন ও মজুদ বা বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সভায় বক্তৃতা আহবান জানান ।
 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain