সাবেক ছাত্রলীগ নেতার পিতার মৃত্যুতে চালনা পৌরঃ ছাত্রলীগের শোক বিবৃতি"

সৌরভ মন্ডলঃ দাকোপ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজগর হোসেন বাপ্পির পিতা মোঃ সিরাজুল ইসলাম হাওলাদারের অকাল মৃত্যুতে চালনা পৌরসভা ছাত্রলীগ নেতৃবৃন্দ শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দেন চালনা পৌরসভা ছাত্রলীগ সভাপতি  মোঃ রাসেল কাজী, সাধারণ সম্পাদক রাহুল রায়, নাইম ইসলাম জামিল, সুকল্যান, মুরাদ , হৃদয় ঢালী, নাহীদ, কৌশিক সেন সরদার, রিপন বিশ্বাস, রাসেদ শেখ, নাইম শেখ, সত্য সাহা, স্বপ্নীল মন্ডল, সৌরভ মন্ডল, মামুন, মেহেদী হাসান, মোঃশাকিব মোল্যা, দেব রাশ, রায়হান মোল্যা, মাসুম ফকির, রায়হান সানা, দীপায়ন মল্লিক, বাদল বিশ্বাস, স্বপ্নীল দে, তনয় বিশ্বাস, কিশোর মন্ডল, বুরহান মোল্যা, মোঃগুলশরীফ, লিটন সরদার, খালিদ হাসান  রাফী প্রমুখ। উল্লেখ্য গত ১২ ই নভেম্বর শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার খুলনায় মৃত্যু বরন করেন।


 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain