দাকোপ রিপোর্টাস ক্লাব দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী মোঃ রুমান আহম্মেদ।

 

নিজস্ব প্রতিবেদক:

দাকোপ রিপোর্টাস ক্লাব সদস্য ও দাকোপ উপজেলা অনলাইন ভিত্তিক সংবাদ প্রচার মাধ্যম দাকোপ টাইমস্ এর পরিচালক মোঃ রুমান আহম্মেদ আনুষ্ঠানিক ভাবে আসন্ন দাকোপ রিপোর্টাস ক্লাব দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন। 

দাকোপ টাইমস্ পরিচালনা পর্ষদ সভাপতি আবদুল্লাহ আল মাসুম এর সভাপতিত্বে আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চালনা পৌরসভা প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল।


এসময় উপস্থিত ছিলেন দাকোপ প্রেস ক্লাব সভাপতি মুহিদুল ইসলাম ভুইয়া (শিপন), রিপোর্টাস ক্লাব আহবায়ক অনিমেষ বিশ্বাস, প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন সাব্বির, দাকোপ রিপোর্টাস্ ক্লাবের, সাধারণ সম্পাদক পাপ্পু সাহা, সহ-সভাপতি দেবাশীষ বাইন, সাংগঠনিক সম্পাদক গাজী রবিউল ইসলাম,কৃষ্ণপদ মন্ডল, তাপস মহলদার,রতন মন্ডল, তপু সরকার, মিজানুর রহমান,উজ্জ্বল মন্ডল, আলাল মির্জা, মাহমুদুল হাসান আলমগীর, বশির গাজী, সোহেল শেখ,সৌরভ মন্ডল, সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ প্রমুখ।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain