দাকোপে কিশোরীদের বাইসাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত।

 

নিজস্ব প্রতিবেদকঃ

দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী অনার্স কলেজ মাঠে দলিত কতৃক জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ২১নবেম্বর বিকাল ৩টায় কিশোরীদের বাইসাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উক্ত প্রতিযোগিতায় ২০ জন কিশোরী অংশগ্রহণ করেন।বাইসাইকেল প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন নিতাই চন্দ্র সরকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস, এন, কলেজ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল আহমেদ সহকারী প্রোগ্রামার (ICT) দাকোপ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ যুবরাজ চেয়ারম্যান লাউডোব ইউনিয়ন পরিষদ, নিতাই জদ্দার ইউপি সদস্য, কনিকা পোদ্দার ইউপি সদস্য, রনজিত মন্ডল প্রভাষক, সুচন্দা রায় প্রভাষক, পলাশ মহলদার প্রভাষক, তাপস কুমার রায় শরীর চর্চা শিক্ষক।

অনুষ্ঠান টি পরিচালনা করেন দলিত প্রকল্প ব্যবস্থাপক প্রহলাদ কুমার দাশ ও প্রোগ্রাম অর্গানাইজার উত্তম দাস।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মৌমিতা রায়, দ্বিতীয় অন্তরা সরদার, তৃতীয় অর্পিতা সরদার।

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী দের পুরুস্কার বিতরন করা হয়।উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের টিশার্ট, ট্রাউজার, ক্যাপ, মেডেল সহ কিশোরীদের স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয়।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain