নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচলনা করে বিভিন্ন জলাশয় থেকে ১লক্ষমিটার কারেন্ট জাল জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ ৯ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দাকোপ উপজেলার বাজুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা কালে মোট এক লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে চড়া নদী থেকে অবৈধ নেট পাটা অপসারণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দাকোপে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা।
সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান। আরো উপস্থিত ছিলেন সহকারী মৎস্য অফিসারবাদল সাহা, বাংলাদেশ নৌ পুলিশের সদস্য বৃন্দ, অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি।
Post a Comment