"দাকোপ থানা পুলিশের অভিযানে দেশীয় মদ সহ গ্রেফতার-১"

 

নিজস্ব প্রতিবেদকঃ

দাকোপ থানা পুলিশের অভিযানে বানিশান্তা যৌনপল্লী হতে ১০ লিটার দেশীয় মদ সহ মজিবর রহমান (৫০) গ্রেফতার।

দাকোপ থানা অফিসার ইনচার্জ জনাব শেখ সেকেন্দার আলীর নির্দেশে মাদক মুক্ত দাকোপ গড়তে এস,আই (নিঃ) সাফুর আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৯ শে নভেম্বর শুক্রবার রাতে বানিশান্তা পতিতা পল্লীর মধ্য থেকে মাদক ব্যবসায়ী মজিবর রহমান (৫০) কে ১০ লিটার দেশীয় মদ সহ আটক করেন।

আটককৃত মজিবর রহমানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক গত ২০ শে নভেম্বর শনিবার সকালে পুলিশ প্রহারার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং- ০৯ তাং- ১৯/১১/২১ ইং।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain