নব-নির্বাচিত সভাপতি রোমান আহম্মেদ ও সধারন সম্পাদক পাপ্পু সাহা।


 সৌরভ মন্ডলঃ

দাকোপ রিপোর্টার্স ক্লাব দ্বী-বার্ষিকী নির্বাচন শান্তি পূর্ণও উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন  অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমবায় অফিস এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতে দাকোপ উপজেলা অডিটরিয়াম রুমে শুক্রবার সকালে থেকে শুরু হয় আনুষ্ঠানিক ভাবে ভোট গ্রহন এবং তা শেষ হয় বিকাল চার টায়।

সভাপতি,সহ-সভাপতি ,সাধারন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য ৪টি পদে ভোট গ্রহন হয় এতে সভাপতি পদে নিবাচিত হয়েছেন দাকোপ টাইমস্ এর পরিচালক মোঃরোমান আহম্মেদ,সহ-সভাপতি পদে দেবাশিষ বাইন,সধারন সম্পাদক পদে পাপ্পু সাহা ও কার্যনির্বাহী সদস্য পদে তবিরাজ সরকার এবং বাকী পদ গুলোতে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক পদে মিজানুর রহমান,কেষাদক্ষ্য পদে মোঃআলাল মির্জা,যুগ্ম-সাধারন সম্পাদক পদে মোঃ রাসেল কাজী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মাহমুদুল হাসান আলমগীর,দপ্তর সম্পাদক পদে উজ্বল মন্ডল।

আগমী দুই বছের জন্য গঠীত হল দাকোপ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain