নিজস্ব প্রতিবেদক:
দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন কচা গ্রামের স্থায়ী বাসিন্দা কমলেশ রায় প্রতিপক্ষের হুমকি থেকে রেহাই পেতে ও পূর্বের ঘটনার সঠিক বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেন।
গত ৫ ই নভেম্বর সকাল ১০ টায় অনলাইন ভিত্তিক দাকোপ উপজেলার সংবাদ প্রচার মাধ্যম দাকোপ টাইমস্ এর কার্যালয়ে লিখিত বক্তব্যে কমলেশ রায় বলেন,একই পরিবারের বাপ্পাদিপ্ত মন্ডল, বিপ্লব মন্ডল, সুদিপ্ত মন্ডল ও স্বপ্না মন্ডলদের সাথে পূর্ব হইতে পারিবারিক বিভিন্ন বিষয় লইয়া শত্রুতা বিদ্যমান।
তাহারই ধারাবাহিকতায় গত ১৫ ই অক্টোবর সকাল আনুমানিক ১০ টার সময় নিজস্ব বসত বাড়ির উঠানে দাড়াইয়া পারিবারিক বিষয় আলোচনা করা কালে বাড়ির ভিতর অনাধিকার প্রবেশ করিয়া অকথ্য ভাষা ব্যবহার পূর্বক আমাকে, আমার স্ত্রী বিউটি রায় ও জয়ব্রত গাইনকে বেদম মারপিঠ করেন। স্থানীয়রা উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষে কমলেশ রায় আরো বলেন, ঘটনার সময় বিউটি রায়ের গলায় থাকা স্বর্নের চেইন ছিড়িয়া নেয়, বসত ঘরে প্রবেশ করিয়া আসবাবপত্র, কাপড় চোপড় ছড়াইয়া ছিটাইয়া তছরুপ করে এবং শোয়ার ঘরের খাটের তোসকের নিচে পাকা ঘর তৈরী করার মালামাল ক্রয়ের জন্য রক্ষিত টাকা নিয়ে নেন। স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
Post a Comment