দাকোপে ভূমি অফিসে গণউপদ্রব সৃষ্টির অপরাধে ১ব্যাক্তি কে ৩ মাসের সাজা প্রদান।

নিজস্ব প্রতিবেদকঃ দাকোপ উপজেলায় গণ উপদ্রব সৃষ্টির অপরাধে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা এ আদালত  পরিচালনা করেন।  

জানাযায়, ২ ডিসেম্বর বেলা ১২টায় উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মোঃ মকবুল শেখের পুত্র মোঃকামরুল হোসেন শেখ(৩৮) কে উপজেলা ভুমি অফিস চত্বরে গণ উপদ্রব সৃষ্টির অপরাধে ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৩ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) গালিব মাহমুদ পাশা যোগ দানের  পর থেকে  এক গনবিজ্ঞাপন দেন। সেখানে উল্লেখ করা হয় যে, যার কাজ শুধু মাত্র সে আফিসের সংঙ্গে সরাসরি যোগাযোগ করবে। এছাড়া  আন্য  কোন ব্যাক্তিকে অযাচিতভাবে আফিস চত্বরে ঘুরাঘুরি করা হতে বিরত থাকতে বলা হয়।

 সাজাপ্রাপ্ত আসামিকে বারবার নিষেধ করার পরও  তাহা না মেনে অপরাধ করে। ৩মাসের সাজা প্রাপ্ত আসামি কামরুল কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain