দাকোপ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন "নীলিমা চক্রবর্তী"

 নিজস্ব প্রতিবেদকঃ

খুলনার দাকোপ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী নীলিমা চক্রবর্তীর এক মতবিনিময় সভা বেলা ১১ টায় দাকোপ দাকোপ রিপোর্টার্স ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় দাকোপ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রুম্মান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য সংরক্ষিত আসন ১,২,৩ মহিলা সদস্য প্রার্থী নীলিমা চক্রবর্তী। 

এসময় তিনি বলেন আমি এই এলাকার মেয়ে দাকোপে আমার বাপের বাড়ি তাই আমি নির্বাচিত হলে দাকোপকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো আমি মন প্রাণ দিয়ে দাকোপের উন্নয়ন করবো। এসময় উপস্থিত ছিলেন দাকোপ রিপোর্টার্স ক্লাবের  সহ- সভাপতি দেবাশীষ বাইন, যুগ্ম- সম্পাদক রাসেল কাজী, কোষাধ্যক্ষ আলাল মির্জা, দপ্তর সম্পাদক উজ্জল মন্ডল,প্রচার সম্পাদক মাহমুদুল হাসান আলমগীর,মোঃ বাকের হোসেন, গাজী রবিউল ইসলাম, রতন কুমার মন্ডল, ডাঃ কৃষ্ণ পদ রায়, মোঃ আজিজুর রহমান, অরূপ সরকার, মোঃ বশির গাজী ও প্রমুখ।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain