সাংবাদিক মোঃ রুমান আহম্মেদ এর পিতার সুস্থতা কামনায় দাকোপ রিপোর্টর্স ক্লাবের বিবৃতি

মো রাসেল কাজী,চালনা পৌরসভাঃ

দাকোপ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রুমান আহম্মেদ,এর পিতা - চালনা বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সফল ব্যবসায়ী মোঃমোতালেব মাঝী, (৮০) বাধ্যক জনিত কারনে অসুস্থ হয়ে। খুলনা ২৫০ বেড মেডিকেলে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে। 

সাংবাদিক রুমান আহম্মেদ এর পিতার দ্রত রোগ মুক্তি ও সুস্হতা, কামনায় দোয়া ও বিবৃতি দিয়েছেন। সংগঠনের সহ-সভাপতি- দেবাশীষ বাইন,সাধারণ সম্পাদক -পাপ্পু সাহা,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃরাসেল কাজী,সংগঠনিক সম্পাদক মোঃমিজানুর রহমান, কোষাধ্যক্ষ -আলাল মির্জা,দপ্তর সম্পাদক উজ্জ্বল মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃমাহামুূদুল হাসান,

কার্যনির্বাহী সদস্য -তবিয়াজ সরকার, আনিমেশ বিশ্বাস,রতন কুমার মন্ডল, তাপস মহালদার,আজিজুর রহমান, কৃষ্ণপদ মন্ডল,পঞ্চনন মন্ডল,মোঃফয়সাল আলম গাজী,গাজী রবিউল ইসলাম, হুমায়ুন কবির হিরা,আবু হাসনাত সোহেল,মোঃবশির গাজী,অরুপ সরকার, মোঃরহমত আলী দ্বিপায়ন রায়, মিঠুন বাছাড়,রুদ্রাশীষ মন্ডল বুলবুল,আব্দুল্লাহ পাটোয়ারী। 

সাংবাদিক রুমান আহম্মেদ এর পিতা যেন দ্রত সুস্থ হয়ে ফিরে আসেন এই কামনা করেন সকল সাংবাদিক বৃন্দ।

 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain