দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নে বসুন্ধরা গ্রুপের সহযোগীতায়, কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২১জানুয়ারি)বিকাল ৫ টায় বটবুনিয়া বাজার সহ বিভিন্ন ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিত্যরন্জন কবিরাজের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা চিরঞ্জিত সরকারের পরিচালনয়, কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার অন্যতম যুবলীগ নেতা রতন কুমার মন্ডল।
এ সময় আরো উপস্থিত ছিলেন তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নিহার রঞ্জন সরকার, তন্ময় সরকার,দীনবন্ধু রায়,মনিমোহন মন্ডল,ইউনিয়ন যুবলীগ সভাপতি শান্ত মিস্ত্রি পাবক,সাধারন সম্পাদক সুরঞ্জন মন্ডল,হাসান আল জাবিদ শিমুল,হজরত গাজী, সুকুমার রায়,দিজেন মন্ডল, অনিমেষ সরদার, কৃষ্ণপদ সরদার,শ্রীকান্ত বালা,সুকৃতি গোলদার, নান্টু মন্ডল, রিপন মন্ডল,ফিরোজ গাজি, বাসুদেব মিস্ত্রি,সৌরভ মন্ডল সহ প্রমূখ।
Post a Comment