নিজস্ব প্রতিবেদকঃ
দাকোপ উপজেলার ৭ নং তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।
জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দাকোপ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। ইউনিয়ন যুবলীগের সভাপতি তন্ময় সরকারের সভাপতিত্বে এবং যুবলীগনেতা রতন মন্ডলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আওয়ামী লীগনেতা জামিল খান, খুলনা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল জলিল তালুকদার,উপজেলা আ’লীগের সহ সভাপতি রনজিত কুমার মন্ডল,যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেসন। সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল। অন্যানের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, মোঃ শিপন ভূইয়া, তাপস জোয়াদ্দার, আব্দুল্লাহ আল মাসুম, সঞ্জব রায়,জাহিদুর রহমান মিল্টন, শেখ মেহেদী হাসান বুলবুল, আরাফাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফসহ ইউপি আওয়ামী লীগ সভাপতি/সম্পদক ও যুবলীগ এবং ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় অধিবেশন শেষে তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদে শান্ত মিস্ত্রী (পাবক)ও সাধারন সম্পাদক সুরান্জন মন্ডল কে আগামী তিন বছেরের জন্য নির্বাচিত করে কমিটি ঘেষনা করা হয়।
Post a Comment