দাকোপ থানা নবাগত ওসির সাথে দাকোপ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনার দাকোপ থানার নবাগত থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  আননূর যায়েদের সাথে দাকোপ রিপোর্টার্স ক্লাবের গনমাধ্যম কর্মিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ ২ মার্চ বুধবার সকাল ১০ টার দিকে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আননূর যায়েদ বলেন সাংবাদিকরা সমাজের দর্পন।

পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে বিশেষ ভূমিকা পালন করেন। 

সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক। এসময় দাকোপে সকল 

অপরাধ নির্মূলে সাংবাদিকরা থানা পুলিশকে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত 

করেন নবাগত ওসি আননূর যায়েদ।  তিনি আরো  বলেন, আমি থানায় যোগদান করার পর থেকে কোনও নিরীহ লোক হয়রানির শিকার হবে না। থানায় অভিযোগ দিতে এসে কোন লোক পুলিশের খারাপ  আচরণে ফেরত যাবে না।

দাকোপ থানাকে  মাদক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি এসময় উপস্থিত ছিলেন,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান আহম্মেদ ,সাবেক সভাপতি অনিমেষ বিশ্বাস, সাধারন সম্পদক পাপ্পু সাহা, যুগ্ম সম্পদক রাসেল কাজি, সাবেক আহবায়ক রতন কুমার মন্ডল, কোষাধ্যক্ষ আলাল মির্জা, দপ্তর সম্পাদক উজ্জ্বল মন্ডল, বসির গাজী সহ অন্যরা।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain