"স্বাধীনতা পরবর্তী দাকোপ উপজেলা আওয়ামীলীগের রূপকার আলহাজ্ব শেখ আবুল হোসেন"

 

উত্তাল মার্চের অগ্নিঝরা দিনের শেষ লগ্নে, স্বাধীনতা দিবসের মাহেন্দ্র ক্ষনে, আগামী ২৮মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ দাকোপ উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন।
দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভা সহ নয়টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ দাকোপবাসীদের সাথে আলাপকালে জানা যায়,
স্বাধীনতা পরবর্তী সর্বশ্রেষ্ঠ ও সুসংগঠিত দাকোপ উপজেলা আওয়ামীলীগের রূপকার, বঙ্গবন্ধু আদর্শে দীক্ষিত, প্রান্তিক জনপদের আপামর মানুষের ভাইজান, সর্বধর্মে সম সম্মানের অসাম্প্রদায়িক চেতনা লব্ধ, আধুনিক দাকোপ গড়ার কারিগর, দুইবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, শিক্ষানুরাগী, ক্রিড়া ও সংস্কৃতি মনা, গন মানুষের অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠায় আপোষহীন, মাননীয় প্রধান মন্ত্রী, মানবতার জননী খ্যাত দেশরত্ন শেখ হাসিনার একান্ত বিশ্বাস ভাজন ব্যক্তিত্ব, মানব দরদী, জনসেবক, বর্ষীয়ান আওয়ামীলীগার জননেতা আলহাজ্ব শেখ আবুল হোসেন কে আবারো দাকোপ উপজেলার অভিভাবক তথা সভাপতি পদে দেখতে চায়।


0/Post a Comment/Comments

Stay Conneted

Domain