নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা জেলার দাকোপ উপজেলার তিলডাংঙা ইউনিয়নে গড়খালি পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত জিসিএ প্রকল্পের আওতায় স্থাপিত রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম হস্তান্তর ও অপারেশন কার্যক্রম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও এ,টি,এম কার্ডের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এম,পি,
খুলনা জেলা প্রশাসক জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া আক্তার এর সঞ্চালনায়,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডঃ গ্লোরিয়া ঝর্না সরকার এম,পি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশিদ।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম চেমন আরা তৈয়ব - চেয়ারম্যান । জাতীয় মহিলা সংস্থা ফরিদা পারভীন । মহাপরিচালক-মহিলা বিষয়ক অধিদপ্তর , ঢাকা এবং তুষার মোহন সাধু খাঁ । অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর , ঢাকা, সরদার এম আসাদুজ্জামান। সহকারী আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি।
আরো উপস্থিত ছিলেন, ইকবাল হোসাইন, জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), জিসিএ প্রকল্প। উপজেলা পরিষদ,চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,মিন্টু বিশ্বাস। দাকোপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আবুল হোসেন, ইউএনডিপির সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে-এর প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Post a Comment