সৌরভ মন্ডল:
হীড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ২০২১ সালের এস,এস,সি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়াম রুমে হীড বাংলাদেশ এর সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের এককালীন ৫ হাজার টাকা করে.১০০ জন শিক্ষার্থী কে উপবৃত্তী ও ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে হীড বাংলাদেশ খুলনা এলাকা ব্যাবস্থাপক বার্নাড রিপন দাস এর সভাপতিত্বে ও আব্দুল লতিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবী কয়াল,সভ্যস্বাচী রায় ও আরো অনেকে।
পর্যায়ক্রমে উপজেলার প্রতিটা ইউনিয়নে এ উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান হীড বাংলাদেশ খুলনা এলাকা ব্যাবস্থাপক।

Post a Comment