"দাকোপে কারিতাসের আয়োজনে গোলটেবিল আলোচনা"

 

সৌরভ মন্ডলঃ

দাকোপ উপজেলায় সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি ( ইন্টিগ্রেটেড ডিআরআর ) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন , অভিবাসন , দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্মার্ট সিটি বিষয় নিয়ে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১ লা জুন বুধবার সকাল ১১ টায় কারিতাস বাংলাদেশ খুলনার আয়োজনে ও কারিতাস জার্মানীর অর্থায়নে গোলটেবিল আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।


উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়ের সভাপতিত্বে ও আইডিআরআর প্রকল্প মাঠ কর্মকর্তা মিজানুর রহমান খানের সঞ্চালনায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আওতায় দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়ন ও লাউডোব ইউনিয়নে সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাস পদ্ধতির মাধ্যমে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের কার্যক্রমকে আরো গতিশীল ও সক্রিয়করণ করার লক্ষ্যে জলবায়ু পরিবর্তন , অভিবাসন , দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্মার্ট সিটি গঠনের লক্ষে গোলটেবিল আলোচনা সভায় উপস্থিত ছিলেন,,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব কুমার রায়, বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানষ মুকুল রায়, পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, কামারখোলা ইউনিয়ন পরিষদ সদস্য স্বপন কুমার মন্ডল, কারিতাস খুলনা অঞ্চল দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসুচী কর্মকর্তা মিঃ তাপস সরকার, প্রকল্প সমন্বয়কারী মিঃ পবিত্র কুমার মন্ডল, মিল অফিসার মিঃ এন্ড্রিকো মন্ডল, চিরঞ্জীত সরদার, কিরন সরদার, কালিতারা বিশ্বাস, টিপলিপ সিং, কল্যানী রায়, জর্জ কস্তা, তিথি রায়, শিউলী রায়, মিনতি বিশ্বাস, প্রদীপ হালদার, অমরেয় ঢালী, দূর্গা শীল, সুশীল সমাজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

এসময় কৃতি ছাত্র ছাত্রীদের শিক্ষা অনুদান প্রদান করা হয়।


0/Post a Comment/Comments

Stay Conneted

Domain