দাকোপে বাস চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু।

 

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনার দাকোপে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর ড্রাইভারসহ বাসের ষ্টার্ফরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে পানখালী ফেরীঘাট সংলগ্ন কিনুর মোড় এলাকায় শিশু আরশী রায়কে (আড়াই বছর) সাথে নিয়ে তার মা লিলি রায় হেটে নিজ বাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা চালনা গামী বাস খুলনা ব-৮৫৯ পানখালী ফেরীঘাট পার হয়ে চালনা অভিমুখে আসছিল। জানা যায় বাসটির সামনের অংশের ডান চাকার নীচে পড়ে চাকায় বাধা অবস্থায় ঘাতক বাস শিশুটিকে কিছু দুর পিষে নিয়ে যায়। 

স্থানীয় জনতা ঘটনাস্থলে পৌছানোর আগেই বাসের ড্রাইভারসহ সকল ষ্টার্ফ বাস রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর উপস্থিত জনতা শিশুটিকে মারাত্নক আহত অবস্থায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষনা করেন। 

এ ব্যাপারে দাকোপ থানার অফিসার ইনচার্জ আননুর যায়েদ বলেন ঘাতক বাসটিকে জব্দ করে থানা হেফাজাতে নেয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain