নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার দাকোপ উপজেলায় হঠাৎ করে কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে কোনো কারন ছাড়াই হচ্ছে লোডশেডিং। দুই-এক দিনের নয়, নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই ভোগান্তি।।উপজেলার সদর ইউনিয়ন পানখালি সহ প্রায় সব কয়টি ইউনিয়নে চলছে লোডশেডিং এর ভেলকিবাজী। ভোর সকালে বিদ্যুৎ থাকে না সর্বনিন্ম এক ঘন্টা কোনো কোনদিন উপরে গেলে দুইঘন্টা আড়াই ঘন্টা ও কেটে যায়।
সারাদিনের হিসাবে দেখা যায় পাচ থেকে ছয় বার সময়ে সময়ে তার বেশি ও লোডশেডিং হচ্ছে এ উপজেলাতে। সন্ধা রাতে মাঝ রাতে সব মিলিয়ে চব্বিশ ঘন্টার হিসাব করলে দেখা য়ায় বারো ঘন্টা বিদ্যুৎ থাকে আর বারো ঘন্টা বিদ্যুতের দেখা নেই।
এছাড়াও হালকা বাতাস ও একটু মেঘ করলেই হারিয়ে যায় বিদ্যুৎ। স্থানীয়রা জানায় একাধিকবার দাকোপ সাব-জোনাল অফিসে মোবাইল ফোনে কল করে অভিযোগ জানিয়ে ও মিলছে না কোনো প্রতিকার ।
হঠাৎ হঠাৎ বিদ্যুৎ না থাকায় দাকোপের অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম, সাধারন মানুষ সহ ব্যাবসায়িরা পড়ছে বেশি ভোগান্তিতে । বিনোদন ও সংবাদ প্রচার মাধ্যম ডি এস টিভি বাংলা নিউজের এডমিন সৌরভ মন্ডল জানান,সপ্তাহ খানেক আগের কথা সকাল থেকে পাচবার বিদ্যুৎ যাওয়ার পর বিকালে অফিসে কলে দিলে বলে দেখতেছি সেই দেখায় কেটে যায় আরো একঘন্টা তার পর থেকে সে আর কখোনো বিদ্যুত অফিসে যোগাযোগ করেনি।
এছাড়াও একাধিক ব্যাক্তি জানায় বিদ্যুৎ না থাকলে অফিসের নাম্বার প্রাই সময় কল করে বন্ধ পাওয়াযায় এবং কথা হলেও কোন কারনে বিদ্যুৎ নেই জানাযায় না সঠিক কারন।
পল্লীবিদ্যুতের এ ভোগান্তি থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষে সুদৃষ্টি আকর্ষন করছে দাকোপ উপজেলা বাসী।
Post a Comment