নিজস্ব প্রতিবেদক ( সৌরভ মন্ডল ) ঃ
খুলনা জেলাধীন দাকোপ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রাসেল গাজী নামে এক ব্যাবসায়িকে আটক করেছে দাকোপ থানা পুলিশ।
দাকোপ থানার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নির্দেশনায় এসআই আকরাম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় মোংলা থানাধীন শেলাবুনিয়া গ্রামের কাদের গাজীর ছেলে রাসেল গাজি (২১) কে দাকোপ থানাধীন খুটাখালি বাজার সংলগ্ন বাজুয়া খেয়াঘাটের সামনে থেকে ২শত পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয।
থানা পুলিশ জানায় পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দাকোপ থানায় মামলা দায়ের করে পুলিশ প্রহরার মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। দাকোপ থেকে মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment