প্রধানমন্ত্রী কে হত্যার হুমকির প্রতিবাদে দাকোপ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এলক্ষে শনিবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের মাঠ চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সাবেক ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল,পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের,ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল,এবিএম রুহুল আমীন,মানস মুকুল রায়,অধ্যাপক দুলাল রায়,উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন,সাধারণ সম্পাদক কমলেশ গোলদার,কনিকা বৈরাগী,অধ্যাপক সুপদ রায়, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক লিপিকা বৈরাগী,বিজয় ল²ী সাহা,উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস,সাধারণ সম্পাদক অমারেশ ঢালী,মোঃ শিপন ভূঁইয়া, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নিতাই বাছাড়, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা,উত্তম রায়, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম,সঞ্জিব রায়,রতন কুমার মন্ডল,জাহিদুর রহমান মিল্টন,আরাফাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ,সাধারণ সম্পাদক লিটন সরদারসহ উপজেলার ৯টি ইউনিয়ন আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদক,আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। 

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষার্থে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের রাজপথেই মোবাবেলা করা হবে। আগামী ২৩ জুন দলের প্রতিষ্ঠা বার্ষিকী আড়ম্ভরের সাথে পালনসহ ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে এ উপজেলা থেকে দলীয় হাজারো নেতাকর্মি নিয়ে আনন্দ সমবেশ সফল করা হবে তিনি ঘোষনা দেন।


 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain