সৌরভ মন্ডল (নিজস্ব প্রতিবেদক):
খুলনাা জেলার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সুন্দরবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে বুড়ির ডাবুর নদী পার হয়ে প্রায় ৪০০ গজ গহীনে সুন্দরবনের ভিতর একটি পশুর গাছের ডালে ভূমি হতে প্রায় ১০ হাত উচুতে একজন অজ্ঞাত পুরুষ (বয়স অনুমান ৫০/৫৫ বছর) এর গলায় ফাঁস দেওয়া (পঁচা, অর্ধগলিত) লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
গত ১৫ ই জুন বুধবার স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে চৌকিদার থানায় সংবাদ দিলে দাকোপ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশের পরিচয় উদঘাটনের জন্য চেষ্টা করেন।
থানা পুলিশ সুত্রে জানাযায়,প্রাথমিক ভাবে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন এবং উক্ত অজ্ঞাতনামা লাশ সংক্রান্তে দাকোপ থানার অপমৃত্যু মামলা নং-২১, তাং-১৫/০৬/২০২২ ইং রুজু করা হয়েছে।
কোন ব্যক্তি উক্ত অজ্ঞাত নামা লাশের পরিচয় জানলে খুলনাা জেলার দাকোপ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।


Post a Comment