বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে সুবর্নজয়ন্তী উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ

দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের সুবর্নজয়ন্তী ঊদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান- ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১-লা জুলাই শুক্রবার সকাল ১০ টায় সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের ভবনে আয়োজক কমিটির আহবায়ক ও অত্র কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে।

অনুষ্ঠিত  সভায় সে সময়ে উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়, লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ড. তুহিন রায় প্রফেসর সমাজবিজ্ঞান ডিসিপ্লিন বিশ্ববিদ্যালয় খুলনা, হেমন্ত কুমার বৈদ্য, সহকারী অধ্যাপক বাজুয়া এস এন কলেজ, তাপস সুন্দর প্রামান্য, অসিত কুমার সরকার দিগরাজ ডিগ্রি কলেজ, পরিমল দাশ, শশাংক শেখর ঢালী প্রধান শিক্ষক, প্রণবেন্দু রায় সহকারী অধ্যাপক বাজুয়া এস এন কলেজ, সর্ব্বেশ্বর রায়, দেবাশীষ মন্ডল সমাজ সেবক, মির্জা সাইফুল ইসলাম টুটুল, মোঃ শামীম হোসেন, অনুপ রায়, সত্যজিৎ রায়, স্বর্ণকমল রায় প্রধান শিক্ষক খুলনা বিশ্ববিদ্যালয় মাধ্যমিক, ব্যাংকার রাজেস রায়, স্বাস্থ্য কর্মী নিত্যানন্দ মিস্ত্রি, অনুসূয়া রায়, রাহাত খান, সহকারি শিক্ষক চিন্ময় মিস্ত্রি প্রমুখ।


 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain