দাকোপের সুতারখালি এলাকা থেকে দু’টি জবাই করা হরিণসহ রক্ত মাখা আলামত উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

সুন্দরবন উপকূলঘেসা দাকোপের সুতারখালি ইউনিয়নের বাইনপাড়া এলাকা থেকে দু’টি জবাই করা হরিণসহ রক্ত মাখা আলামত উদ্ধার করেছে  পুর্ব বন বিভাগের সুতারখালী ফরেস্ট ষ্টেশন। 

 শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে  দাকোপের কালাবগী ও সুতারখালী এলাকায় অভিযানে চালায় বনবিভাগের সুতারখালী ষ্টেশনের কর্মকর্কারা। 

সকাল ৭ টার দিকে বনরক্ষিরা বাইনপাড়া এলাকার ছিদ্দিক গাজীর বাড়ীর সামনে চরের ডোবা এলাকা থেকে দু’টি জবাই করা হরিণ উদ্ধার করে। উদ্ধার হওয়া একটি হরিণের পেট থেকে মৃত বাচ্চা পাওয়া যায়।

অভিযানের খবর পেরে পালিয়ে যায় চোরা হরিণ শিকারী চক্র।পরবর্তীতে ঐ এলাকার ছিদ্দিক গাজীর বাড়ীতে অভিযান চালিয়ে বনরক্ষিরা এলাকাবাসীর উপস্থিতিতে সেখান থেকে রক্ত মাখা বটি ও দা  জব্দ করে।

 এ ঘটনায় ঐ বাড়ির মালিক ছিদ্দিক গাজীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানাযায়।

 

 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain