নিজস্ব প্রতিবেদকঃ ঘটনাটি ঘটেছে ২ ই জুলাই শনিবার বিকালে দাকোপ উপজেলার তিলডাঙ্গা চৌরাস্তা বাজার সংলগ্ন গবিন্দমন্দির মাঠে।
স্থানীয় ভাবে আয়োজিত ৮দলীয় ফুটবল খেলার সেমিফাইনালের প্রথম খেলার দ্বিতীয়অর্ধে মাঝে রেফারির সাথে বাজে মন্তব্য করা নিয়ে দর্শক ও খেলোয়ারদের সাথে সংঘাতের ঘটনা ঘটে।
খেলার পরিচালকের দায়িত্বে ছিলেন খোনা কে,বি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিশংকর বর্মন।খেলার শুরুটা ভালোভাবে শুরু হলে ও দ্বিতীয়অর্ধের পরে পরিচালকের এক বাসির সিদ্ধান্ত অবগ্যা করে সবুজ নামের এক প্লেয়ার মাঠের মধ্যে বেপরওয়া খেলা শুরু করলে উপস্থিত দর্শক ওই প্লেয়ারের উপর চড়াও হয়।
কমিটি ও স্থানীযদের হস্তক্ষেপে কিছু সময় পর পরিস্থিতি সাভাবিক হলে আবার খেলা পরিচালনার সিদ্ধান্ত হয়। কিছুক্ষন যেতে মাঠের অপর প্রান্তে বাকবিতন্ডার জেরধরে আবার গেলোযোগর সৃষ্টি হয়। পরবর্তীতে পূর্নসময় না যেতে ট্রাইবেকারের মাধ্যমে খেলার সমাপ্তি করা হয়।খেলায় অংশগ্রহনকারী বারুইখালি ফুটাবল একাদশ ১-০ গোলের ব্যাবধানে কামিনিবাসিয়া ফুটবল একাদশ কে পরাজিত করে।
Post a Comment