খুলনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী যুবলীগ নেতা মিল্টন।

Stay Conneted

 

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে দাকোপ উপজেলার পানখালী, দাকোপ, তিলডাঙ্গা, বাজুয়া, কৈলাশগন্জ, লাউডোব, বানিশান্তা, কামারখোলা, সুতারখালী ইউনিয়ন ও চালনা পৌরসভা সহ উপজেলা পরিষদ নিয়ে গঠিত আসনে জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী হিসেবে লড়বেন উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম পরিশ্রমী নেতা, তরুন সমাজ সেবক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শেখ জাহিদুর রহমান মিল্টন।

ইতোমধ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে নির্বাচনী প্রচারণা ও ভোটারদের সাথে মতবিনিময় সভা করছেন। এলাকার উন্নয়নে ইশতেহার ঘোষনা করবেন এবং শতভাগ ইশতেহার অনুযায়ী কার্য পরিচালনা করবেন বলে জানিয়েছেন। আগামী ১৭ অক্টোবর ২০২২ দেশের ৬১টি জেলা পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত ওই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। তফসিল ঘোষণার পর থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকে।

এরই ধারাবাহিকতায় জেলা পরিষদ নির্বাচনে দাকোপ উপজেলা পরিষদ নিয়ে ঘঠিত আসনে সদস্য পদপ্রার্থী হিসেবে যুবলীগ নেতা শেখ জাহিদুর রহমান মিল্টন নির্বাচনে জয়লাভের লক্ষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য দের সাথে মত বিনিময় করছেন। তিনি সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।


Domain

Post a Comment