রান্না করা পটকা মাছ খেয়ে মা ও ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনায় রান্না করা বিষাক্ত পটকা মাছ খেয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর লবণচরা থানার মাথাভাঙ্গা রেল ব্রিজের কাছে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- আব্দুর রহমানের স্ত্রী পরী বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর (৩৫)। এছাড়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুল (২৫) নামে আরেকজনকে অসুস্থ অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতদের প্রতিবেশী আবুল কালাম আজাদ ও আনোয়ারুল ইসলাম গাজী জানান, পরী বেগমের পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরী বেগম সোমবার দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে ভাত দিয়ে রান্না করা পটকা মাছ খান। পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরী বেগম মারা যান। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যায়। সাইদুল এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বাড়ি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক পটকা মাছ খেয়ে মা ও ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain