দাকোপে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ১ অক্টোবর শারদীয় দূর্গাপুজা উৎসব উপলক্ষে আজ ২ রা সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় চালনা ডাকবাংলো মোড়ে দাকোপ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি আসিত বরণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মোড়লের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও খুলনা -১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এ্যাডঃ জি এম কামরুজ্জামান ও জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন  দাকোপ উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ- সভাপতি  ও সাবেক ইউপি চেয়ারম্যান দেব প্রসাদ গাইন, চালনা পৌরসভার সাবেক মেয়র ডঃ অচিন্ত্য কুমার মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, চালনা পৌরসভা সভাপতি অতিন মন্ডল, সাধারণ সম্পাদক সুকৃতি রায়, বাজুয়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক রঞ্জন রায়, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, প্রসেনজিৎ রায়, মুরারী মোহন থান্দার, সঞ্জয় বৈদ্য, শিবেন্দ্র প্রসাদ রায়, অংগদ কুমার বাইন, হিমাংশু সরকার, কমলেশ চন্দ্র বাছাড়, মুরারী মোহ হালদার, অমিত সাহা, বিশ্বজিৎ রায়, পরিতোষ মন্ডল,  মাখন লাল চক্রবর্তী, শ্যামল রায়, সুদীপ্ত সরদার, গৌর হালদার, যুগল ঘরামী, ভবেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।

 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain