বাজুয়ার বাংলা মদ বিক্রেতা বাবু সহ গ্রেপ্তার দুইজন।

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনার দাকোপে থানা পুলিশের অভিযানে  ১২ লিটার চোলাই মদ সহ ০৩(তিন) জন আসামীকে  গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত ৭ সেপ্টেম্বর দাকোপ থানার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নির্দেশনায় এসআই সুশান্ত কুমার পাল  সংগীয় অফিসার  ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে বাজুয়া এলাকার মাদক ব্যবসায়ী বাবু সহ ০৩(তিন) জন কে আটক করে। এসময় তাদের কাছে থাকা  ১২ লিটার চোলাই মদ উদ্ধার কর হয়।

পরবর্তিতে বাদীর এজাহারের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাকোপ থানায় মামলা রুজু করে উপযুক্ত পুলিশ প্রহরার মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।মাদক মুক্ত দাকোপ গড়তে সকলের সহযোগীতা কামনা করেছেন দাকোপ থানা পুলিশ।


 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain