দাকোপে অতিথি পাখি শিকারের অপরাধে আটক ০১

নিজস্ব প্রতিবেদকঃ

দাকোপে অতিথি পাখি ফাঁদ পেতে ধরার অপরাধে এক যুবক কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আদালত সুত্রে জানাযায়, তিলডাংগা ইউনিয়নে বটবুনিয়া গ্রামের শহিদুল বিশ্বাস এর ছেলে রায়হান বিশ্বাস (২৬) কামিনিবাসিয়া পুলিশ ফাঁড়ির সন্নিকটে বিলের ভিতর পাখি মারার সরঞ্জাম (জাল,বাঁসি,বেটারী) নিয়ে পাখি শিকারে গেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর রবিবার সকাল আনুমানিক ১১ টায় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এ এস আই মোঃ রতন হোসেনের নেতৃত্বে তৎক্ষনাৎ অভিযানচালানো হয়। 

এসময় বিরল প্রজাতির অতিথি পাখি (কালাতিতি) ও পাখি মারার সরঞ্জাম সহ রায়হানকে বিলের ভিতর থেকে হাতে নাতে আটক করে। পরবর্তীতে দাকোপ থানায় হাজির করলে থানার এস আই মোঃ রুহুল আমিন বিকালে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস এর আদালতে হাজির করে।

 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain