দাকোপ থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ০১

Stay Conneted

নিজস্ব প্রতিবেদকঃ

দাকোপ থানা পুলিশের অভিযানে গাঁজা সহ হাতে নাতে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে  শাহীন নামের এক যুবককে। 

দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায় ১১ এপ্রিল রাত আনুমানিক ২টায় ৩০ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানা পুলিশ এস আই নূর মোহাম্মদ শাহিদ ও বিজয় কৃষ্ণ কর্মকার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে অভিযান চালিয়ে ঐ এলাকার নাসির শেখের পুত্র মাদককারবারী শাহীন শেখ (২৫) কে তার বাড়ীর সামনে রাস্তার উপর গঁাজা বিক্রির সময়  ৫০ গ্রাম গঁাজা সহ তাকে আটক করে।

পরবর্তীতে নিজ হেফাজতে মাদক রাখার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ ( ৯) এর ১৯( ক)ধারায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। যাহার মামলা নং৯/২৩

Domain

Post a Comment