খুলনার দাকোপে ট্রলিচাপায় অপূর্ব মন্ডল (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দাকোপ উপজেলার সুতারখালি ইউনিয়নের তেলিখালি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অপূর্ব মন্ডল উপজেলার কামারখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কার্তিক মন্ডলের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার সুতারখালি ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের তেলিখালি বাজার সংলগ্ন এলাকায় ইট বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী অপূর্ব মন্ডল কে চাপা দিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। ঘটনা স্থলেই নিহত হন পথচারী অপূর্ব মন্ডল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাকোপ থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিহতের সুরতহাল সংগ্রহ করছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Post a Comment