মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনিক ভবনসহ সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।
সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে মূল কর্মসূচি হিসাবে জাতীয় পতাকা উত্তোলনসহ উপজেলার সকল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গার্লস গাইডস ও ক্রীড়া সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লের মাধ্যমে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনা তুলে ধরে।
পরবর্তীতে বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করা হয় এবং শহীদের ভূমিকা ও তাৎপর্য তুলে ধরে কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার সকল দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন। এছাড়া বিকাল ৩টায় উপজেলা পরিষদ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Post a Comment