বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক করতে,নতুন করে ফেরা ক্রিয়া অঙ্গনে।

নিজেস্ব প্রতিবেদক : মহামারী করোনায় বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক করতে,যুবসমাজ নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ফুটবল বাংলাদেশের জনপ্রিয় খেলা। আর সেই ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য,লকডাউন শেষ হতে না হতেই বারুইখালি যুবসমাজ আয়োজন করেছে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের।

১৩/৮/২০২১ তারিখ ,শুক্রবার খেলার উদ্বোধন করেন,দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান,জনাব আলহাজ্ব শেখ আবুল হোসেনের সুযোগ্য উত্তরসুরী,মাসুম শ্রিম্প হ্যাচারী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,যুবনেতা আবদুল্লাহ-আল-মাসুম।


এ সময় তিনি শান্তি-শৃঙ্খলা ও সামাজিক দূরত্ব বজায় রেখে,দর্শকদের খেলা দেখার অনুরোধ করেন।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain