প্রবাসীর অর্থায়নে দাকোপে অক্সিজেন ব্যাংককে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান।

 

আত্মমানবতার সেবায় মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় আমেরিকান প্রবাসী স্বরুপ সাহা ও ইতি সাহার অর্থায়নে দাকোপ উপজেলা অক্সিজেন ব্যাংককে ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান। এ লক্ষে রবিবার সকাল ১০ টায় চালনা পৌরসভার চালনা মধ্য বাজার গোবিন্দ মন্দির প্রাঙ্গনে আমেরিকা প্রবাসী ইতি সাহার ভাই বিশিষ্ট ব্যবসায়ী সুজিত সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যদের ম
ধ্যে উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, চালনা বাজার ব্যবসায়ী সমবায় কল্যান সমিতির সভাপতি গৌতম সাহা,পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, আওয়ামী লীগনেতা মোহন লাল সাহা, পৌর কাউন্সিলর চয়ন সাহা, কাউন্সিলর আইয়ুব আলী কাজী, কাউন্সিলর আব্দুস ছাত্তার সরদার, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জিত সাহা, দাকোপ উপজেলা অক্সিজেন ব্যাংকের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রসুল সানী প্রমুখ।



0/Post a Comment/Comments

Stay Conneted

Domain