"দাকোপে এক শিশু পুত্র সহ স্ত্রী নিখোঁজ"

 

নিজস্ব প্রতিবেদক:

দাকোপ উপজেলা বানিশান্তা ইউনিয়ন পূর্ব খেজুরিয়া'র মোঃ মহিউদ্দিন গাজীর স্ত্রী নাছিমা বেগম (২০) শিশু পুত্র তারিক জামিল (০২) কে নিয়ে সুতারখালী বাপের বাড়ি ( পিঃ নাসির ঢালী) বেড়াতে যায়। 

২০ দিন পর গত ৩০ শে আগষ্ট বাপের বাড়ি হইতে স্বামীর বাড়ি রওনা দিয়ে অদ্যবধি বাড়ি না আসায় দুঃচিন্তা গ্রস্ত দুটি পরিবার। 

দুই পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে কোন সন্ধান না পেয়ে গত ২ ই সেপ্টেম্বর দাকোপ থানায় সাধারণ ডাইরি অন্তর্ভুক্ত করেন। ডাইরি নং-৫৯ তাং-০২-০৯-২১।

কোন স-রিদয়বান ব্যক্তি শিশু পুত্র সহ নাছিমা বেগমের সন্ধান পেলে দাকোপ থানায় জানানোর জন্য অনুরোধ রইল।

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain