দাকোপে নৌকার প্রার্থী বিনয় কৃষ্ণ রায়ের নির্বাচনী জনসভা।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,বর্তমান চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।এ লক্ষে দাকোপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে,সি এম বি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে,বিকাল ৩টায়,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সুপদ রায়ের সভাপতিত্বে,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ক্ষিতিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী,দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়।বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সুভাস চন্দ্র রায়,সাবেক ইউপি সদস্য গনেশ চন্দ্র মোড়ল,যুবনেতা সন্জীব রায়,রতন কুমার মন্ডল,দেবদাস সরকার, সন্জয় মন্ডল,প্রশান্ত মন্ডল,মধুসূদন মন্ডল,ধীরাজ মন্ডল,নিরাপদ রায়,জয়ন্ত কুমার রায়,ঠাকুরদাস বিশ্বাস, সিদ্ধার্থশংকর রায়,আশিষ কুমার রায়,সুবোল মন্ডল,নিতায় মন্ডল,সুধান্য মোড়ল,দীপংকর মন্ডল,হরিদাস গাইন,অসীম কুমার রায়,শিবপদ মন্ডল, বিপ্লব বর্মন,দেবব্রত বর্মন,বশির গাজী,শেখর সরদার,বিকাশ সরদার, বিষ্ণুপদ মন্ডল,মিঠুন সরদার,ত্রিদীপ মন্ডল,নিউটন বাইন,চন্দ্র শেখর বায়,সৌমিত্র মন্ডল,সাধন মন্ডল,রাজু মিস্ত্রি প্রমূখ।

 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain