নিজস্ব প্রতিবেদক:
খুলনার দাকোপের বানিশান্তায় পুলিশের অভিযানে দেশীয় মদসহ ২ জন আটক।
পুলিশ সূত্রে জানা যায়, থানায় কর্মরত এসআই(নিঃ) সাফুর আহম্মেদ গত ইং ১৪/১০/২০২১ তারিখ দাকোপ থানাধীন বানিশান্তা পতিতা পল্লীর মধ্যে থেকে ০৮(আট) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আসামী ১। জয়নাল গাজী (৪৫) পিতা-মৃত সুলতান গাজী, ২। আলামিন শেখ (৩৫) পিতা-আব্দুল হালিম শেখ (বাঘা) উভয় সাং-বানিশান্তা বাজার, থানা-দাকোপ, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করেন।
অভিযান কারী পুলিশ কর্মকর্তা জানান আসামীদ্বয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে হাতাহাতির ঘটনা ঘটায়। যাহার ফলে আসামীদ্বয় সামান্য আহত হয়। আসামীদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক শুক্রবার ইং ১৫/১০/২০২১ তারিখ পুলিশ প্রহারার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Post a Comment