সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট্ রাখতে নিরালস পরিশ্রম করে যাচ্ছে "দাকোপ থানা" পুলিশ।

সৌরভ মন্ডল : দাকোপ থানা পুলিশের  উদ্যোগে ২৫ অক্টোবর সোমবার সকালে ৬নং কামারখোলা ইউনিয়নের পারজয়নগর হেফজখানা মাদ্রাসায় কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় সহিংসতা রোধে আলোচনা করেন থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি তদন্ত জনাব মোঃ আশরাফুল আলম। 

এই সময় মাদ্রাসায় উপস্থিত ছিলেন, ৬নং কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব পঞ্চানন মন্ডল সহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, সংশ্লিষ্ট বিট পুলিশিং অফিসার ও অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ। 

পরবর্তীতে একইদিন দিবাগত রাতে ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারে ধর্মীয় সহিংসতা রোধে বিভিন্ন ধর্মের লোকজনের উপস্থিতিতে আলোচনা সভা/উঠান বৈঠক করেন,অতিরিক্ত পুলিশ সুপার( সি-সার্কেল) খুলনা জনাব মোঃ রাশেদ হাসান, ও দাকোপ থানা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি তদন্ত জনাব মোঃ আশরাফুল আলম।


এ সময় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল হাই, এবং পবিত্র গীতা পাঠ করেন সাধু চরন রায়। 

উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে মুসলমান ধর্মালম্বীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, হিন্দু ধর্মালম্বীদের পক্ষ থেকে স্বপন কুমার মন্ডল (মন্দির কমিটির সভাপতি) , সঞ্জয় কুমার মেম্বর ৭নং তিলডাঙ্গা ওয়ার্ড, বিশ্বজিত মন্ডল মেম্বর ৭নং তিলডাঙ্গা ইউনিয়ন, কল্পনা মন্ডল মেম্বর ৭নং তিলডাঙ্গা ইউনিয়ন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

 

0/Post a Comment/Comments

Stay Conneted

Domain